Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নব নিয়োগ প্রাপ্তদের যোগদানের আবেদন ফরম
বিস্তারিত

বরাবর

          জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

          কুষ্টিয়া।

 

বিষয়: যোগদানপত্র গ্রহণের আবেদন।

 

          সবিনয় নিবেদন এই যে, আমাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কুষ্টিয়া এর ২১ জানুয়ারি ২০২০ তারিখের ৩৮.০১.৫০০০.২০১.১১.০০১.১৯-............... নম্বর স্মারকপত্র মোতাবেক কুষ্টিয়া জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদানের জন্য নিয়োগপত্র প্রদান করা হয়েছে।উক্ত নিয়োগ পত্রের সকল শর্ত মেনে আজ ০৩ফাল্গুন১৪২৬বঙ্গাব্দ/১৬ফেব্রুয়ারি২০২০খ্রিস্টাব্দ তারিখ পূর্বাহ্নে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলাম।

 

এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয়।

আপনার অনুগত

স্বাক্ষর

তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২০।

 

(...............................................)

রোল:..............................

উপজেলা......................,

জেলা: কুষ্টিয়া।

মোবইল: ....................................।

 

সংযুক্তি:১. পুলিশ ভেরিফিকেশন ফরম(পূরণকৃত) ০৩(তিন) সেট।

          ২. সিভিল সার্জন, কুষ্টিয়া কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদ ০১(এক) খানা।

 

প্রকাশের তারিখ
10/02/2020
আর্কাইভ তারিখ
30/04/2020